জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই ভ্যাক্সিন নিয়ে অনিশ্চয়তা- বিএনপি

বিএনপি অভিযোগ করে বলেন, সরকারের অদূরদর্শিতার কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ভ্যাকসিন ক্রয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে তৃতীয় পক্ষের মাধ্যমে চুক্তি করায় ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম প্রায় দ্বিগুন হয়েছে বলেও দাবি করেছে বিএনপি।
বুধবার সকালে, করোনা ভ্যাকসিন সম্পর্কিত ছয় সদস্যের কমিটির সংবাদ সম্মেলনে, দলের অবস্থান তুলে ধরেন, কমিটির প্রধান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, জনগণের প্রতি ন্যুনতম দায়বদ্ধতা নেই বলেই, ভ্যাকসিন নিয়ে আজ অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার থেকে উত্তরণের জন্য সরকারকে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ, মূল্য, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য, জনগণের সামনে উপস্থাপনের জন্য জোর দাবি জানায় বিএনপি।
ভ্যাকসিন ক্রয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে বেক্সিমকোর মাধ্যমে চুক্তি করায় বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সংবাদ সম্মেলনে, টিকার বিষয়ে, সরকারকে বিকল্প উৎস খোঁজার জন্য আহ্বান জানায় বিএনপি।