আগামী জুনে হবে ২০২১ সালের এসএসসি পরীক্ষা, জুলাইয়ে এইচএসসি

এবছর ২০২০ সালের এইচএসসির ফলাফল প্রকাশের জন্য শীঘ্রই অধ্যাদেশ জারি করা হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষা হতে পারে জুনে এবং জুলাই-আগস্টে হবে এচএসসি পরীক্ষা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে।
সিলেবাস ছোট করে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, সিলেবাস ছোট করার কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে বিস্তারিত জানানো হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রতি বছরের শুরুতে আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেই। তবে আগের বছরগুলোর মতো এ বছরের শুরুতে বই উৎসব হবে না। মহামারী করোভাইরাসের কারণে আমরা এখন জনসমাবেশ করতে পারি না। ভাগে ভাগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।