১ লা জানুয়ারী থেকে যেসব ফোনে অচল হবে হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি
প্রযুক্তি ডেস্ক।
০৬:১৫:০৪পিএম, ২৭ ডিসেম্বর, ২০২০

বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ আগামী ১ জানুয়ারি থেকে কিছু ফোনে কাজ করবে না। বার্মিংহাম লাইভ জানিয়েছে, ৩১ ডিসেম্বর মধ্যরাতে পুরোনো মডেলের কিছু ফোনে অ্যাপ অকেজো হয়ে যাবে অর্থাৎ সাপোর্ট করবেনা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে যেসব ফোনে আইওএস ৯ অথবা অ্যান্ড্রয়েড ৪.০.৩ থাকবে না, সেসব ফোনেই হোয়াটসঅ্যাপ বন্ধ হবে।

আইফোন ৪-সহ বেশ কিছু মডেল এই অপারেটিং সিস্টেমে চলছে।

আপনার ফোন যদি আইফোন ৪এস, আইফোন ৫ এবং আইফোন ৫এস, আইফোন ৫সি, আইফোন ৬ এবং আইফোন ৬এস মডেলের হয় তাহলে সফটওয়্যার আপডেট করে আইওএস ৯ করে নিতে হবে।

যাদের ফোনে আপডেট হবে না, তারা চ্যাটিং ইতিহাস হারাতে না চাইলে ব্যাকআপ করে রাখতে পারেন।

এটি করতে হলে যে চ্যাট সেভ করতে চান, সেটিতে গিয়ে গ্রুপ ইনফোতে ক্লিক করতে হবে। এবার ‘Export Chat’ অপশন পাবেন। এখানে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে।