খুব শীঘ্রই বাজারে আসছে উড়ুক্কু গাড়ি!

তথ্যপ্রযুক্তি
প্রযুক্তি ডেস্ক।
০৩:৫৭:২৪পিএম, ২৩ ডিসেম্বর, ২০২০

ভবিষ্যতে বিজ্ঞান আমাদের জীবন কীভাবে বদলে দিতে পারে, তা নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে হলিউডে। ১৯৮২ সালের ছবি ব্লেড রানারে দেখানো হয়, ভবিষ্যতের লস অ্যাঞ্জেলেস শহরে আকাশের মহাসড়ক দিয়ে ছুটে চলেছে উড়ন্ত যানবাহন। বাস্তবেই এরপর থেকে প্রযুক্তি যেভাবে দ্রুতগতিতে এগিয়েছে, তা হয়তো হলিউডের নির্মাতারা তখন কল্পনাও করতে পারেননি।

আকাশে উড়তে পারে তাদের কল্পনার এমন অনেক যানবাহন এখনও রুপালি পর্দায় দেখা কল্পলোকের জিনিস হয়ে থাকলেও, উড়ুক্কু ট্যাক্সি কিন্তু এখন বাস্তবতায় রূপ পেয়েছে। সম্প্রতি জার্মানির ভলোকপ্টার কোম্পানি তাদের ভলোসিটি মডেলের বিদ্যুৎচালিত উড়ুক্কু ট্যাক্সিকে প্রথম বাণিজ্যিক ব্যবহারের জন্য লাইসেন্স দিয়েছে। এই যান পাইলটবিহীনভাবে উড়তে পারবে। ভলোসিটি বাণিজ্যিকভাবে তাদের উড্ডয়ন শুরু করবে ২০২২ সালে।