বিশ্বজুড়ে ডাউন জিমেইল ইউটিউব

তথ্যপ্রযুক্তি
তথ্য প্রযুক্তি ডেস্ক।
০৯:২৬:১৭পিএম, ১৪ ডিসেম্বর, ২০২০

সারাবিশ্বজুড়ে ব্যহত গুগলের বেশ কিছু সার্ভিস। এদিন লক্ষাধিক গ্রাহক জিমেইল থেকে শুরু করে ইউটিউব, গুগল সার্চ, হ্যাগআউট- এসব কোনও কিছুরই অ্যাকসেস করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

ডাউনডিরেক্টরের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে, সোমবার এই সমস্যা দেখা দেয় ১১:৫৬ জিএমটি সময় নাগাদ। কর্পোরেট অফিস থেকে শুরু করে বিপুল পরিমাণে ছাত্র-ছাত্রীরা এবং আরও বিভিন্ন মাধ্যমের গুগল ইউজারেরা প্রাইম টাইমে সার্ভিস ব্যাহত হওয়ায় বিপুল ক্ষোভ প্রকাশ করেছেন। এখনও পর্যন্ত গুগলের পক্ষ থেকে কোনও কিছু জানানো হয়নি।

বিশ্বব্যাপী কমপক্ষে ৫৪% ইউজার বলছেন যে, তারা ইউটিউব অ্যাকসেস করতে পারছে না। আবার ৪২% ইউজার বলছেন, তারা ইউটিউব থেকে কোনও ভিডিওই দেখতে পাচ্ছেন না। ৩% ইউটিউব ইউজার লগ ইন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

অন্যদিকে আবার ৭৫% জিমেইল ইউজার লগইন করতে পারেননি, ১৫%-এর বেশি মানুষ ওয়েবসাইটের অ্যাকসেসই করতে পারছেন না এবং ৮%-এর কাছে কোনও ইমেল বা মেসেজ কিছুই এসে পৌঁছচ্ছে না।

ডাউনডিরেক্টর দেখাচ্ছে যে, ইতিমধ্যেই তাদের কাছে ৯ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে, যেখানে ইউজারেরা জিমেইল এবং ইউটিউব ব্যবহার করতে না পারার অভিযোগ করেছেন।