১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভার ভোট: ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের ছবি সংগৃহীত।
দেশে আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর মঙ্গলবার। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর ধার্য্য করা হয়েছে।
আজ বুধবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
যেসব এলাকায় ইভিএম বা ব্যালটে ভোট হবে:
বাংলামেইল /এস কে