মানিকগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় র্যাবের অভিযান আটক-১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বাজার এলাকায় বিউটি টোব্যাকো নামের একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়েছে ১জনকে আটক করেছে র্যাব।
আজ বুধবার (২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় সিনিয়র এএসপি অনু মংয়ের নেতৃত্বে র্যাব-৪ সিপিসি-২’র একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিউটি টোব্যাকো কারখানা থেকে পাঁচ হাজার অবৈধ নকল ব্যান্ডরোল, ২০ হাজার শলাকা অবৈধ সিগারেটসহ নবিন কুমার সাহা নামে কারখানার ম্যানাজারকে আটক করে র্যাব।
এসময়ে বারবি, ডলার, বিউটি কিং, কিং ব্ল্যাক নামে অবৈধ সিগারেট জব্দ করা হয়। বিউটি টোব্যাকোতে অভিযান পরিচালনার বিষয় র্যাব-৪ সিপিসি-২’র সিনিয়র এএসপি অনু মং বলেন,‘‘ অবৈধ নকল ব্যান্ডরোল ব্যবহার করার দায়ে বিউটি ট্যোবাকো কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা অবৈধ নকল ব্যান্ডরোল, কারখানায় উৎপাদিত অবৈধ সিগারেট ও কারখানার ম্যানেজারকে আটক করেছি। ম্যানেজারের বিরুদ্ধে মামলা করা হবে।”
বা মে/এস কে