দেশবাসীকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশবাসী ও সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার রৌমারী থানা, কুড়িগ্রাম।
ওসি রুপ কুমার সরকার শুভেচ্ছা বার্তায় বলেন, ধর্মীয় উৎসবের দুটি দিক একটি শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা, প্রার্থনা প্রভৃতি আরেকটি সামাজিক দিক শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শুধু ধর্মাবলম্বী ভক্তদের জন্য। কিন্তু উৎসবের সামাজিক–সাংস্কৃতিক দিকটি খুব বড়। সেটা ধর্মবর্ণ–নির্বিশেষে সবার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হয় শরৎকালে। তাই এর নাম শারদীয় দুর্গোৎসব। প্রাচীন কাল থেকে চলে আসছে বাঙ্গালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমান কাল থেকে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও আনুষ্ঠানিক মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। শাস্ত্রমতে,এই সময় দেবী দুর্গা মর্ত্যে আসেন, দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে তাঁর বিদায় এ উৎসবকে সার্বজনীন উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।
তিনি সবার উদ্দেশে বলেন রৌমারী উপজেলায় পূজামণ্ডপ গুলোতে পূজা চলা কালীন সময়ে শান্তি শৃংখলা বজায় রাখতে শান্তি,কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর বিশেষ টিম মাঠে কাজ করবে, কোথাও কোনো অপৃতিকর ঘটনা ঘটলে সাথে সাথে রৌমারী থানা পুলিশকে অবহিত করুন সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দেশ তথা জাতির শান্তি শৃংখলা কামনার্তে ঐক্যবদ্ব হয়ে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেছেন (ওসি) রুপ কুমার সরকার।