রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ সংলাপ সভা অনুষ্ঠিত

দেশজুড়ে
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
০৬:১৫:৩৩পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধ কিশোরীদের মধ্যে জেন্ডার সমতা আনয়নে তৃণমূল পর্যায়ে করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩ ইং) বেলা ৩টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা হাইস্কুল এন্ড কলেজ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাহিদ হাসান খান,উপজেলা কৃষি অফিসার কাইয়ুম চৌধুরী, আরশাফুল আলম লাল সভাপতি দাঁতভাঙ্গা হাইস্কুল এন্ড কলেজ, মো.বদিউজ্জামান অধ্যক্ষ দাঁতভাঙ্গা হাইস্কুল এন্ড কলেজ, কাজী সেকেন্দার আলী,হাবিবুর রহমান, মোছা.ফারজানা 
ফৌজিয়া, মোমতাজুর রহমান যুব সভাপতি ,আতিক হাসান যুব সাধারণ সম্পাদক ,যুব সদস্য কুসুম কলি প্রমূখ।


সার্বিক তত্ত্বাবধানে জীবন চন্দ্র বর্ম্মন এফ এফ,(সিএনবি) প্রকল্প আর ডি আর এস বাংলাদেশ রৌমারী শাখা।

আয়োজনে চাইন্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আর ডি আর এস,বাংলাদেশ।
আর্থিক ও কারিগরী সহযোগিতা এন আরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।