আশুলিয়ার চারালপাড়ায় তুচ্ছ ঘটনার বড় রেশ

ঢাকা জেলার আশুলিয়া থানার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়ায় গত ২৭-০৬-২০২৩ ইং রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় উত্তর গাজীর চট ভূইয়াপাড়ার আলম ভূইয়ার ছেলে আহত ইশতিয়াক ভূইয়া ও আজাহার ভূইয়ার আপন ভাই রাশেদ ভূইয়া বাদী হইয়া আশুলিয়া থানায় ২৮-০৮-২০২৩ ইং তারিখে মামলা করেন, মামলা নং - ৮৪ । উক্ত মামলায় ১ নং আসামি ফরহাদ আহমেদ সোহাগ দক্ষিণ বাইপেল চারালপাড়ার মোঃ হুরমুজ আলীর ছেলে এবং ৩ নং আসামি মোঃরুবেল মিয়া একই এলাকার হাজী মোঃ জুলমত আলীর ছেলে। সোহাগ ও রুবেলের পরিবারের দাবি অহেতুক হযরানির জন্য তাদের ছেলেদের বিরুদ্ধে মামলা করছে। সোহাগ ও রুবেলের মারামারির সাথে কোন সম্পৃক্ততা নাই। মামলার পর গত ০২-০৭-২০২৩ ইং রাত অনুমান দুইটার দিকে রুবেলের বাসায় ঘটে যাওয়া ঘটনায় রুবেলের বাবা মোঃজুলমত আলী বাদী হয়ে গত ০৩-০৭-২০২৩ ইং তারিখে উত্তর গাজীরচট ভূইয়াপাড়ার সেদু ভূইয়ার ছেলে সেলিম ভূইয়া ও আলম ভূইয়ার ছেলে রাশেদ ভুইয়া সহ ৭ জনকে এবং অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনকে আসামি করে মামলা করেন,মামলা নং-০৪ ।রুবেলের বাবা মোঃ জুলমত আলী ০২-০৭-২০২৩ ইং রাত অনুমান ২.০০ ঘটিকার ঘটনার বর্ণনায় বলেন, আমার ছেলের বাড়ির সামনে আসিয়া আমার ছেলেকে উদ্দেশ্য করিয়া গালিগালাজ করিতে থাকে এবং বাড়ির গেট খোলার জন্য বলে। আমার ছেলে বাড়ির গেট না খোলায় তারা ক্ষিপ্ত হইয়া আমার ছেলের বাড়ির গেট ধারালো চাইনিজ কুড়াল, দ, শাবল, লোহার রড ইত্যাদি দ্বারা কোপাইয়া ও ভাঙচুর করিয়া অনধিকার ভাবে আমার ছেলের বাড়িতে ও ঘরের ভিতরে প্রবেশ করিয়া আমার ছেলে রুবেলকে পাইয়া তাকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা যখম করে,আমার ছেলরর স্ত্রী জান্নাত আমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করিলে আমার ছেলের স্ত্রীর পরিহিত কাপড়চোপড় ধরে টানাটানি করিয়া শ্রীলতাহারি করে। পরে আমার ছেলের বাসার আসবাবপত্র ভাঙচুর করিয়া ভিতরে থাকা বিভিন্ন জিনিস ও কাপড়ে আগুন ধরাইয়া ক্ষতি সাধন করে। পরে তারা আমার ছেলে ও ছেলের বউকে জামগড়া সাকিনের ফকির বাড়ি বালুর মাঠে নিয়ে যায়, নেয়ার পর ছেলেকে এলোপোথারী মারপিট এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে হুমকি প্রদান করে। তিনি আরও বলেন যে, মামলার কপিতে সবকিছু উল্লেখ করা আছে।