রৌমারীতে ৬১ বোতল ভারতীয় মদ সহ ৩ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের রৌমারীতে আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যাদুর চর ইউনিয়নের সায়দাবাদ নামক এলাকা থেকে ৬১ বোতল ভারতীয় অফিসার চেয়েজ মদ,ব্যাটারি চালিত এটি অটোরিক্সা সহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায় রৌমারী থানার পুলিশের একটি টিম উপজেলারর ৫ নং যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের মো.বাদশা মিয়ার পানের দোকানের সামনে চৌরাস্তা মোড়ে রৌমারী হতে রাজিবপুর গামী পাকা রাস্তার ওপর যানবাহন চেকিং কালে রৌমারী থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে সংকেত দিলে
অটোরিকশায় থাকা ৪ জন ব্যক্তি অটোরিকশা হতে পালানোর সময় সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় তিন জন ব্যক্তিকে ৬১ বোতল ভারতীয় মদ ও অটোরিক্সাশা সহ তিন জনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।
আটক কৃত মাদক কারবারিরা হলেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার দক্ষিণ মরিচাকান্দি গ্রামের মো.সিদ্দিক মিয়ার ছেলে মো. ইয়াকুব আলী(২৩), একই গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে মো. শাহিন আলম(১৯) ও মো. কুরপান আলীর ছেলে মো. রফিক মিয়া(২৫)। এবং
মো.সোহরাব হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০) পলাতক রয়েছেন।
এবিষয়ে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন আটককৃত আসামীদেরকে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।