প্রকল্পের অংশগ্রহণ কারীদের ব্যবসা শুরু বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

দেশজুড়ে
স্টাফ রিপোর্টারঃ
০৯:৩৯:০৩পিএম, ২৯ নভেম্বর, ২০২২

কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রকল্পের অংশগ্রহণ কারীদের ব্যবসা শুরু বিষয় প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার হইতে -মঙ্গলবার পর্যন্ত উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ফেডারেশন  অফিস কক্ষে ৪ দিন এই আয়বর্ধণ মূলক কার্যক্রম বিষয়  প্রশিক্ষন  অনুষ্ঠিত হয়। 

উক্ত প্রশিক্ষন সভায় উপস্থিত ছিলেন ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো.রেজাউল ইসলাম রেজা। উপজেলার উপসহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম (কাজল), উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান মিজান, ইউপি সচিব রোকনুজ্জামান রোকন, যুব ও সমাজ কল্যাণ সংস্থার  সভাপতি মোমতাজুর রহমান বিপ্লব, সাধারন সম্পাদক আতিক হাসান, সানজিদা পারভিন, ফেডারেশন সভাপতি মোঃ লালু মিয়া সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সার্বিক তত্ত্বাবধানে জীবন চন্দ্র বর্ম্মন এফ এফ,(সিএনবি) প্রকল্প আর ডি আর এস বাংলাদেশ রৌমারী শাখা।
আয়োজনে চাইন্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আর ডি আর এস,বাংলাদেশ।

আর্থিক ও কারিগরী সহযোগিতা এন আরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।