দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ হল রুমে এডভোকেসি সভা অনুষ্ঠিত

দেশজুড়ে
স্টাফ রিপোর্টারঃ
০২:২৫:২২পিএম, ২০ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদে শিশু বিবাহ ও জোর পূর্বক বিবাহ নির্মূলে নীতি নির্ধারনীদের সাথে সংযোগ স্থাপনে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  বেলা ১১ টার দিকে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি করেন ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো.রেজাউল ইসলাম রেজা। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ শাহজাহান আলী, মিজানুর রহমান মিজান,আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব,আজিজুল হক,সংরক্ষিত সদস্য মোছাঃ মাজেদা পারভিন, সাজিদা আক্তাতর জোসনা। 

সার্বিক তত্ত্বাবধানে জীবন চন্দ্র বর্ম্মন এফ এফ,(সিএনবি) প্রকল্প আর ডি আর এস বাংলাদেশ রৌমারী শাখা। আরও উপস্থিত ছিলেন মোমতাজুর রহমান বিপ্লব যুব সভাপতি, অনুষ্ঠান পরিচালনা করেন বাইজিদ বোস্তামী ( মিঠু)।

এবং বুধবার বেলা ১১টার দিকে উপজেলা ২নং শৌলমারী ইউনিয়ন পরিষদ হল রুমে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করবেন ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন ইউপি সচিব, ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।

আয়োজনে চাইন্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আর ডি আর এস,বাংলাদেশ,

আর্থিক ও কারিগরী সহযোগিতা এন আরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।