জুয়া ও মাদক বিষয়ে কোনো ছাড় নয়-ওসি গোলাম মর্তুজা

পারিবারিক ও এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জুয়া এবং মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। জুয়া ও মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হবে শনিবার (১৫ অক্টোবর ) নাগেশ্বরীর কচাকাটা থানার কেদার ইউনিয়নের সবদের মোড়ে অনুষ্ঠিত বিট পুলিশিং সভা ওপেন হাউস ডে'তে এ বক্তব্য রাখেন কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা। সে সাথে তিনি আরও বলেন- যারা জুয়া ও মাদকের সাথে জড়িত তাদের তো আইনের আওতায় আনবই,তবে তার আগে আমরা চাই তারা জুয়া ও মাদক থেকে ফিরে আসুক। এ সময় তিনি সামাজিক ও পারিবারিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মাদক ও জুয়া,বাল্য বিবাহ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অপরাধীদের আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করেন।
কচাকাটা থানা পুলিশের আয়োজনে এ বিট পুলিশিং সভায় আরও বক্তব্য রাখেন- কেদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।