কুড়িগ্রামে নৈস কোচের ধাক্কায় ১জন মোটরসাইকেল আরোহী নিহত

দেশজুড়ে
কুড়িগ্রাম।প্রতিনিধিঃ
১০:২৫:১৪পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর এলাকায় ঢাকাগামী একটি নৈস কোচের ধাক্কায় আবু ইউনুস (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালকও।
 
আজ রাত ৮টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের চন্ডিপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহত আবু ইউনুসের বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের টাকিমারী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শাহের আলীর ছেলে।
 
স্থানীয়রা জানান, নিহত আবু ইউনুসের ভাগিনা নতুন একটি মোটরসাইকেল কিছু দিন আগে কিনেছিলেন। সেই ভাগিনার গাড়িতে করে বাড়ি আসার সময় ভুরুঙ্গামারী থেকে ছেরে আসা ঢাকাগামী নৈস কোচের  থাক্কায় মামার মৃত্যু হয়েছে। অপর আরোহী ভাগিনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ শফিউল ইসলাম শফি বলেন, ওই এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনার পরেই স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। মরদেহ এখনো রাস্তাই পড়ে আছে।
 
নাগেশ্বরী থানার (ওসি) নবিউল হাসান বলেন, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। আমরা ঘটনাস্থলেই আছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।