রৌমারীতে অভিযোগের ২ ঘন্টার মধ্যে ধর্ষণের আসামি গ্রেফতার

কুড়িগ্রাম জেলার রৌমারীতে শারীরিক ও বাক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার ২ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামি বাবু মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছেন রৌমারী থানা পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর ) রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে রৌমারী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
অভিযুক্ত ওই যুবক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, টাপুরচর গ্রামের শারীরিক ও বাক প্রতিবন্ধি ১৬ বছরের এক কিশোরী সে নিজে একা চলাফেরা, খাওয়া দাওয়া ও পোষাক পড়তে পারে না। বাবা মার পাশের কক্ষে তাকে একা রাখা হতো। এই সুবাদে ওই যুবক তাকে মাঝে মধ্যেই ধর্ষণ করতো। ওই সময় আত্মচিৎকার শুনে তার শয়ন কক্ষে গেলে দরজা খোলা ও বিবস্ত্র অবস্থায় পাওয়া যেত। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সকাল ১০টার দিকে ফাঁকা বাড়িতে ধর্ষণ করা অবস্থায় দেখে ফেলেন ওই কিশোরীর মা।
এসময় তাকে আটকের চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বাবু মিয়া। এঘটনা জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চালায় একটি চক্র।
পরে কিশোরীর মা বাদি হয়ে রৌমারী থানায় মামলা করলে ২ ঘন্টার মধ্যে ওই এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে রৌমারী থানার (ওসি) রুপ কুমার সরকার জানান, ধর্ষককে আটক করে তার বিরুদ্ধে নারী ও শিশু নিযার্তন আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। এবং ভিক্টিমের ডাক্তারি পরিক্ষার জন্য কুড়িগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।