রৌমারীতে এক পেশাদার চোর আটক

দেশজুড়ে
স্টাফ রিপোর্টারঃ
০৭:৪২:২০পিএম, ১ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম জেলার রৌমারীতে বিপুল মিয়া নামের এক পেশাদার চোরকে আটক করেছেন রৌমারী থানা পুলিশ।

রৌমারী থানার মামলা নং ২৬, তারিখ -৩১/৮/২২ খ্রীঃ, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্ত  ধৃত আসামি মোঃ বিপুল মিয়া(২৫), রৌমারী, জেলা- কুড়িগ্রাম এর দেওয়া তথ্য মতে বিভিন্ন মডেলের মোট ১২ টি মোবাইল ফোন। নগদ ১৪০৫০/- টাকা। ব্রোঞ্জের তৈরী ০১ জোড়া অনন্তবালা রুলি যার উপরের অংশে স্বর্নের প্রলেপ দেওয়া আছে।০১ টি ব্রোঞ্জের চুড়ি যার উপরের অংশে স্বর্নের প্রলেপ দেয়া ।  সিটি গোল্ডের ১ জোরা চুরি। ০১ টি সিটি গোল্ডের কানের দুল। ১টি স্বর্নের নাক ফুল উদ্ধার করেছেন রৌমারী থানা পুলিশ।

আটক কৃত আসামি উপজেলার নটান পাড়া গ্রামের মৃত আঃ হাই এর ছেলে মোঃ বিপুল মিয়া(২৫)।

এবিষয়ে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার জানান আটককৃত আসামিকে চুরির অপরাধে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।