রৌমারীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় সভা

গণমাধ্যম
বেলাল হোসেন।স্টাফ রিপোর্টার।
০৯:০২:১১পিএম, ২০ জুলাই, ২০২২

কুড়িগ্রাম জেলার  রৌমারী থানার নবাগত ওসি রুপ কুমার সরকারের সাথে রৌমারী প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি রুপ কুমার সরকার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস নারী নির্যাতন,ধর্ষণ,খুন রাহাজানি,বাল্যবিয়ে, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে ।

এ সময় উপস্থিত ছিলেন রৌমারী প্রেস ক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা,দৈনিক আজকের পত্রিকা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস দৈনিক সমকাল, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির আমাদের অর্থনীতি , সহ সভাপতি সাদিক হোসেন ভোলা দৈনিক যুগান্তর,অর্থ সম্পাদক মো.বেলাল হোসেন দৈনিক আমার সংবাদ, যুগ্ম সম্পাদক এলাহি শাহরিয়ার নাজিম দৈনিক দিনকাল , সাহিত্য সম্পাদক ইব্রাহিম খলিল সরকার দৈনিক গণমুক্তি, মতিউর রহমান চিশতী, দৈনিক সচেতন কন্ঠ, একে হাসানুজ্জামান দৈনিক বাংলাদেশ বুলেটিন, লিটন সরকার দৈনিক আলোকিত সকাল,রেজাউল ইসলাম রেজা খোলা কাগজ, আনিছুর রহমান দৈনিক সংবাদ,নাহিদ সিকদার দৈনিক মানব কন্ঠ, শাকিল আহমেদ রংপুর সংবাদ, মিষ্টার ইয়াং চারদিক প্রতিদিন প্রমুখ। 

আরও উপস্থিত ছিলেন রৌমারী থানার 
উপ পরিদর্শক এসআই লিটন মিয়া, এস আই তাজুল ইসলাম,এসআই ওসিম, এসআই আনোয়ার হোসেন, এসআই রাসেল ও এএসআই জাহাঙ্গীর আলম,এএসআই রহমত আলী,এএসআই তোফাজ্জল হোসেন প্রমূখ।