ফুলবাড়িতে সন্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ কর্মশালা

দেশজুড়ে
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
০৪:৩৬:৩০পিএম, ২৬ জানুয়ারী, ২০২২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে,ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের আয়োজনে উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাস,জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬জানুয়ারী) দুপুরে উপজেলা মডেল রিসোর্স সেন্টারে 
এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, রাজীব কুমার রায়,ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কুড়িগ্রামের প্রতিনিধি হাফেজ মোহাম্মদ আলী শেখ,
ফুলবাড়ী ফিল্ড সুপারভাইজার, মতিউর রহমান,মল্ডেল কেয়ার টেকার, খলিলুর রহমান সহ আরো অনেকে।

এ সময় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে সমাজে ইমামদের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা করে।