ফুলবাড়ীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খেলাধুলা বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন এর নওদাবাস তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আলহাজ্ব মোঃ আজিজার রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট 2022 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আলহাজ্ব মোঃ আজিজার রহমান মাস্টারের সভাপতিত্বে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেওয়াশী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক উত্তম কুমার মোহন্ত, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রানা, রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পশ্চিম ভাঙ্গা মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম সহ আরো অনেকে।
খেলায় বড়ভিটা স্পোর্ট ক্লাব ফুটবল দলকে বড়লই সোনালী স্বপ্নের তরুণ সংঘ ফুটবল দল ১-০ গোলে পরাজিত করেন। খেলা শেষে উভয়দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা । খেলা দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক ভিড় জমায়।