বুস্টার ডোজ হিসেবে মর্ডানার টিকা দেওয়ার নির্দেশনা

বুষ্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মর্ডানার টিকা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কভিড -১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডঃ মুহাম্মদ শামছুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নির্দেশনায় বলা হয় কভিড-১৯ ভ্যাকসিনের কার্যক্রমে দেশের সব পর্যায়ের ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় দেশ হিসেবে ফায়ারের পরিবর্তে মর্ডানার কভিড-১৯ টিকা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হল।
সারাদেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিটি কলেজের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, ২৫০ শয্যা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিকেল অফিসার দের এ নির্দেশ দেয়া হয়।