আত্মহত্যা সহ অপরাধ থামাতে বাজারে আসছে স্মার্ট পিস্তল

সাধারণত দুই শ্রেনীর মানুষের হাতে শোভা পায় পিস্তল সহ নানা আগ্নেয়াস্ত্র। একদল এস পাবনায় অস্ত্র দিয়ে অপরাধ করেন। আরেকদল সেই অগ্নি অস্ত্র দিয়েই ঠেকান অপরাধ। আত্মহত্যা কিংবা অপরাধ ঠেকাতে বাজারে আসছে স্মার্ট পিস্তল। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলকভাবে বাজারে আসছে নতুন একটি ৯ এমএম স্মার্ট পিস্তল। এই পিস্তল দিয়ে শুধুমাত্র প্রকৃত মালিক এইগুলি করতে পারবে। অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না। পিস্তল কে তৈরি করেছে লোডস্টার ওয়ার্কস। এমন স্মার্ট পিস্তল নিয়ে দুই যুগ ধরে গবেষণা চলছে। যদিও এ কার্যকারিতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
কি যথেষ্ট কার্যকর হবে এটি দুর্ঘটনা আত্মহত্যাও অপরাধ সংঘটিত হওয়া রোধ করবে।
লোডস্টার ওয়ার্কাস এর অন্যতম প্রতিষ্ঠাতা গ্যারেথ গ্ল্যাসার বলেন অনেক বাচ্চা অজান্তে পিস্তল দিয়ে গুলি করে ফেলে। এতে করে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কথা চিন্তা করে তারা এই মডিফাইড পিস্তলটি বাজারে এনেছে। পিস্তল টিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে কেউ আত্মহত্যা করতে গেলে পিস্তলটি অকেজো হয়ে যাবে। কেউ চাইলেও এটি দিয়ে কোন অপরাধ করতে পারবে না।
গ্ল্যাসার আর আরো বলেন, অনেক পুলিশ অফিসার পিস্তল নিয়ে অপরাধীদের সামনে যেতে ভয় পায়, বিশেষ করে জেলখানায়। দুর্ধর্ষ অপরাধীরা তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। ওইসব অফিসাররাও এই পিস্তল নিয়ে কোন ভয় ছাড়াই চলতে পারবেন। কারণ ওই নির্দিষ্ট পুলিশ অফিসার ছাড়া পিস্তল দিয়ে গুলি বের হবে না।
পিস্তলটি পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য তাদের কর্মী ও সহযোগী প্রতিষ্ঠান কয়েকজন কর্মীদের পিস্তলটি দিয়েছেন।