শহীদদের গণকবরে স্মৃতি খুলে ফেলে ভারতের বিএসএফ

জাতীয়
বাংলা মেইল
০৮:২৮:১১এএম, ১৩ জানুয়ারী, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধার গণকবর স্মৃতিফলক খুলে ছুড়ে ফেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জাওয়ানারা।

বুধবার সকালে উপজেলার ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তে ২০২১ আইএস সীমান্ত পিলার এর প্রায় ২০গজ দক্ষিণে সোনার বাদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

খবর পেয়ে আখাউড়া সাইট ভিজিটে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতিবাদ জানান।

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তের  শূন্য রেখায় মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে ২০১৯ সালে 8 নভেম্বর মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্ট ঢাকা স্মৃতিফলক হিসেবে আনুষ্ঠানিকভাবে ওই সীমান্তের বাংলাদেশের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছিল।

আখাউড়া আইসিপি সাইড বিজিবি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি গণমাধ্যমকে বলেন ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বুধবার সন্ধায় প্রতিবাদ জানানো হবে।