মেজর সিনহা হত্যা মামলার রায় ৩১জানুয়ারি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। ৩১ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইসমাইল এ মামলার রায় ঘোষণা করবেন।
আজ বুধবার ১২ ই জানুয়ারি রায়ের জন্য এ দিন ধার্য করা হয়। এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতে পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান।
এর আগে গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই যুক্তি তর্ক চলে।
গত বছরের ৩১জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোষ্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা।