যত আসন তত যাত্রী চান বাস মালিকরা

জাতীয়
বাংলা মেইল
০৭:৩১:৫১পিএম, ১২ জানুয়ারী, ২০২২

বিআরটিএ বৈঠক শেষ। যত আশা অন্তত যাত্রী নিয়ে বাস চলাচলের প্রস্তাব দিয়েছে মালিকরা। প্রস্তাব সরকারের কাছে খুব দ্রুত পৌঁছে দেবে বিআরটিএ। তথ্য জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বুধবার বিকেলে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মালিকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেন, আমরা বাস ভাড়া বাড়াতে চাইনা। কিন্তু অর্ধেক আসনে জাতীয় পরিবহন করা হলে বাসের সংকট দেখা দেবে। তাই যত আসন তত যাত্রী পরিবহন করলে বাসের সংকট দেখা দেবে না ভাড়া ও বাড়াতে হবে না।