প্রেমিক প্রেমিকা এক রশিতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা

প্রতিবেশীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক হয় গৃহবধূর। পরিবার ও অবৈধ সম্পর্ক মেনে না নেওয়ায় একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ ও তার প্রেমিক।
এমন ঘটনা ঘটেছে ভারতের নদীয়া জেলার করিমপুরে কলাবাড়িয়া গ্রামে। ভারতের সংবাদমাধ্যম নিউজ ১৮ এর খবরে বলা হয়েছে সোমবার রাতে প্রেমিকের নির্মাণাধীন বাড়ি থেকে তাদের দু'জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। মৃত বধূর নাম সবিতা দাস। তার বয়স ২১ বছর। করিমপুরের বাসিন্দা ছিলেন তিনি। এলাকার অমিও দাসের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে গৃহবধূর। স্বাভাবিকভাবে এরপর ঘটনাকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হয় দুই পরিবারের মধ্যে। সোমবার রাতে বাড়ি থেকে উধাও হয়ে যায় ওই প্রেমিক প্রেমিকা। এরপর পাশে নির্মাণের একটি বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সম্পর্ক স্বীকৃতি পাবে না জেনে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ওই প্রেমিক যুগল।