কুমিল্লা মোহনগঞ্জ স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বী

কুমিল্লা মোহনগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নেমেছেন তিনি প্রার্থী। ইউনিটিতে এবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। তবে এবার তার স্ত্রীর জান্নাত ভানু চেয়ারম্যান প্রার্থী। এছাড়া মহিন উদ্দিন নামে এক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে একই পদে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ার বিষয়টি এলাকায় আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। এ ব্যাপারে মোঃ আলমগীর হোসেন বলেন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সবার আছে।
স্বামী স্ত্রী বলে কোন কথা নেই। এ ব্যাপারে তার স্ত্রীর জান্নাত বানুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য শোনা সম্ভব হয়নি।