ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এইচ এসসির ফল প্রকাশ হতে পারে

শিক্ষা সংবাদ
বাংলা মেইল
১২:৪৪:৫৫পিএম, ১১ জানুয়ারী, ২০২২

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানা যায়। সেই লক্ষ্যে কাজ করেছেন দেশের সব শিক্ষা বোর্ড। মঙ্গলবারের বৈঠকে বসেছেন পরীক্ষা নিয়ন্ত্রকরা।

গত ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। ঐদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। এরপর গত ৩০ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়।

করোনা সংক্রমনের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক ৩টি নির্বাচনিক বিষয়ে সাথী পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসব এম আমিরুল ইসলাম বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরীর কাজ শুরু হচ্ছে। কোন পদ্ধতিতে এবছরের পরীক্ষা হওয়ার ফল প্রকাশের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হবে। দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রা বৈঠক করে এসব বিষয়ে প্রস্তাবনা তৈরি করবেন।

আশা করা যাচ্ছে ৩০দিনের মধ্যে ফল প্রকাশের করা যায় সে লক্ষ কাজ করা হচ্ছে।৩ বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ৬টি। কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।