নাগরপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলা অনুষ্ঠিত

খেলাধুলা
টাঙ্গাইল প্রতিনিধিঃ
০৩:২৯:৩৯পিএম, ১০ জানুয়ারী, ২০২২

টাঙ্গাইলের জেলার নাগরপুরে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ৬ষ্ঠ তম  ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৯ জানুয়ারী বিকেলে মামুদনগর ইউনিয়নের কাজী পাড়ায় গ্রামবাসীর উদ্যোগে এ ঘোড়া দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. শেখ জজ কামাল আহমেদ। শুভ উদ্বোধন করেন অগ্নিবীনা আইডিয়াল কলেজের শিক্ষক আব্দুল হাই মিয়া। দূর-দূরান্ত থেকে রঙ্গবেরঙ্গের লালমতি, বাহাদুর, বঙ্গবীর, সম্রাট বিভিন্ন নামের বাহারি ঘোড়া প্রাচীন বাংলার গ্রামীন জনপদের অন্যতম বিনোদন ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। কদমে ও দাপটে এই দুটি ধাপে ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এলাকায় এমন বিনোদনমুলক ঘোড়া দৌড় প্রতিযোগীতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন।

প্রতিযোগিতা শেষে মাওলানা: আ: হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মো. আব্দুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মামুদনগর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আমির শিকদার ও ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।