দৌলতপুরে ইউপি নির্বাচনে সাংবাদিকদের সাথে নৌকা প্রতীকের মহিদুর রহমান মুক্তার মত বিনিময়

মানিকগঞ্জের দৌলতপুরে ৫ম ধাপের সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিদুর রহমান মুক্তার সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সংগ্রামী সভাপতি সাংবাদিক এ.বি. খান বাবুর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর শাওন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন, কোষাধ্যক্ষ মো. নূরুল ইসলাম, ক্রিড়া সম্পাদক শেখ মাহমুদ পলাশ সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিদুর রহমান মুক্তা বলেন, উপজেলার সদর ইউনিয়নের সকল জনগণ একত্রিত হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াব, গরিব-দুঃখীদের সাহায্য সহযোগিতা করব, দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়ব, বাল্যবিবাহ এবং যৌতুক বন্ধে কাজ করে যাব, শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করব, এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।