চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন

বিনোদন
নিজস্ব প্রতিবেদক।
১২:৫২:০৫পিএম, ৯ মার্চ, ২০২১
ইসলাম ধর্মের টানে বদলে যাওয়া এ এক অন্য শাহীন আলম। ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল সোমবার (৮ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীন আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ফাহিম নূরে আলম।

কিডনিজনিত জটিলতা নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শাহীন আলম। গত ৬ মার্চ থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

শাহীন আলম ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে- ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

চিত্র নায়ক শাহীন আলম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৃতি সন্তান ছিলেন।