ঘিওরে ঐতিহ্যবাহী বাউল সংগীত অনুষ্ঠিত

বিনোদন
শামীম রেজা, মানিকগঞ্জ।
১০:১৩:০২পিএম, ২ মার্চ, ২০২১

মানিকগঞ্জের ঘিওর উপজেলার দিয়াইল গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী বাউল গান ।শাহ সূফী শমশের পীর সাহেবের ১৩ তম বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে এই বাউল গানের আয়োজন করা হয়।

আজ (২ মার্চ মঙ্গলবার ) সন্ধ্যায় মোঃ ঠান্ডু মোল্লার সভাপত্বিতে এই বাউল গানের অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পি সালমা সরকার ও আরিফ দেওয়ান। আকাশ সংস্কৃতির হিংস্রযুগে দেশের মৌলিক সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে বাউল সংগীত।

বাউল শিল্পীরা যখন গান করেন, তখন তাদের সঙ্গে শ্রোতাদের মনের একটা যোগাযোগ স্থাপিত হয়। তারা মানুষের মনের কথা বলেন। সেজন্যই শত শত বছর ধরে বাউল গান বেঁচে আছে, আরও হাজার বছর থাকবে। রবীন্দ্রসংগীতও একই কারণে শত বছর বেঁচে আছে।’বাউল গান আমাদের শেকড়। এই সংগীত জীবন ও আত্মার কথা বলে। সব সংগীত মনকে পরিশুদ্ধ করে না। আমাদের সংস্কৃতির সঙ্গেও যায় না।

আকাশ-সংস্কৃতির হিংস্র থাবা আর আধুনিক নানা বাদ্যযন্ত্রের দৌরাত্ম্যের মধ্যে দোতারা'র সংগীত যে এখনও টিকে আছে, সেটিই বাউল গানের বৈশিষ্ট্য।