দৌলতপুরে ইয়াদ আলী দারুলউলুম মাদ্রাসা ছাত্রাবাসের স্মৃতিফলক উন্মোচন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন (ভিডিও)

দৌলতপুরে চকমিরপুর ইয়াদ আলী দারুল উলুম মাদ্রাসা ও মরহুম (সাবেক এম পি) আবু সায়েদুর রহমান ছাত্রাবাস ভবন এর স্মৃতিফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে চকমিরপুর ইয়াদ আলী দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এবং চকমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অত্র মাদ্রাসার সভাপতি মহিদুর রহমান মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ কে এম আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির শাওন এসময়ে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন আবুল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন অত্র মাদ্রাসার মুহতারিম রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক আতোয়ার রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।