আবার নানা হলেন ডিপজল

বিনোদন
বিনোদন ডেস্ক।
১১:৪২:৩২এএম, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

দ্বিতীয়বার নানা হলেন চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল তবে এবার তিনি নাতনির মুখ দেখলেন।

ডিপজলকন্যা ওলিজা মনোয়ার রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে ওলিজা নিজেই সুসংবাদটি জানান।

নবজাতকের নাম রাখা হয়েছে ওরাহ রহমান ওযজি। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

মেয়ের সঙ্গে ছবি প্রকাশ করে ওলিজা ফেসবুকে লেখেন, আলহামদুলিল্লাহ। আমাদের মেয়ে সন্তান হয়েছে। দেখুন ওরাহ রহমান ওযজিকে। মনোয়ার পরিবারের প্রথম নাতনী। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হুম্মা বারিকলানা।

২০১৮ সালের ১৯ জুন গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ রহমান। ২৮ জুন তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। এরপর ২০১৯ সালের ১০ নভেম্বর প্রথম ছেলে সন্তানের জন্ম দেন ডিপজলকন্যা।

ডিপজলের কন্যা ওলিজা মনোয়ারের শেয়ার করা -ফেসবুক পোস্ট