খালেদা জিয়ার মামলা অন্য আদালতে

রাজনীতি

১০:১৫:৪৪পিএম, ৮ মার্চ, ২০১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতে (মহানগর দায়রা জজ) বদলির আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকা-৩ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে ছিল। বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে মামলাটি অন্য আদালতে বদলি চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। আবেদনের ওপর ৫ মার্চ শুনানি হয়। সেই প্রেক্ষিতে আজ চূড়ান্ত আদেশের তারিখ ধার্য ছিল।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতির মামলা করে দুদক।