টিকা নেয়ার পর ভালো আছেন ৬ মন্ত্রী কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি

জাতীয়
নিজস্ব প্রতিবেদক।
০২:০৬:১৮পিএম, ৭ ফেব্রুয়ারী, ২০২১

করোনা ভাইরাসের টিকা নেয়ার পর ভালো আছেন ৬ মন্ত্রী। সবাই সুস্থ আছেন, কারোরই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তারা।

রোববার সকালে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

একই কেন্দ্রে টিকা নেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, বনমন্ত্রী শাহাবউদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে তাদের ওই হাসপাতালের বিশ্রামাগারে পর্যবেক্ষণে রাখা হয়।

টিকা নেয়ার ঘণ্টাখানেক পর এক প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা মন্ত্রীরা যারা টিকা নিয়েছি তারা সবাই ভালো আছি। সবাই সুস্থ বোধ করছি। যে হাতে আমি টিকা নিয়েছি সে হাতে ব্যথা অনুভূত হয়নি।

তিনি আরও বলেন, দেশব্যাপী যে এক হাজারেরও বেশি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে কোথাও থেকে কোন বিরূপ প্রতিক্রিয়ার খবর আসেনি।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, টিকা নেয়ার পর আমি খুব আনন্দিত, স্বস্তি বোধ করছি। কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হয়নি। গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেয়ার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, আমি স্বস্তি বোধ করছি। বনমন্ত্রী মো. শাহাবাউদ্দিন বলেন, টিকা নেয়ার পর ভালো আছি, স্বস্তি বোধ করছি।

ছয় মন্ত্রী ছাড়াও ভ্যাকসিন নিয়েছেন জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ শহিদুল্লাহ, ডা. সামন্ত লাল সেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ সাধারণ সম্পাদক ডা. এহতেশামুল হক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এমএ আজিজ।

এর আগে আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।