হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

হযরত মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও হযরত মাওলানা মামুনুল হককে সম্পাদক করে ১১১ সদস্যের হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার খিলগাওয়ের একটি মাদরাসায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, হেফাজতে ইসলামে কোনো কোন্দল নাই, ছিলো না, সামনেও থাকবে না। ইসলাম, সুন্নাহ ও কোরআন বিরোধীতার বিরুদ্ধে অবস্থান অব্যহত থাকবে বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হেফাজতে ইসলাম গঠিত নয়নি বলেও জানান আলেমগন।
এ সময় মহানগরের নতুন সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন, ভাস্কর্যসহ ইসলাম বিরোধী সব কাজের বিরুদ্ধে আগের মতই অবস্থান অব্যাহত থাকবে।